খাগড়াছড়ির রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ দুই মহিলা মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রামগড় বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মুন্নি আক্তার (৪২) ও প্রিয়া রানী মালাকার (৫০)। তারা দুজনেই চট্টগ্রাম শহরের আকবর শাহ থানা এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামগড় বাজারের মধুবন শো-রুমের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুন্নি আক্তারের বিরুদ্ধে দশটি ও প্রিয়া রানী মালাকার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর