
ইসির কর্মকর্তাদের শোধরানোর চেষ্টা করার কথা বলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচনী অনিয়মের সাথে জড়িতরা বিবেকের কাছে প্রশ্ন করে শোধরানোর চেষ্টা করবেন। সেই সাথে বর্তমান সময়ে নির্বাচন অনিয়মের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,ছাত্র-জনতা তাদের প্রাণ ও রক্ত দিয়েছে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। কারো গাফিলতি, অবহেলা, পক্ষপাত ও অদক্ষতার জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ যেন বৃথা না যায় সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে।
তিনি বলেন,বিগত নির্বাচনের ত্রুটি সনাক্ত করে তা কটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। জনগণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। অনিয়মের সাথে জড়িতরা বিবেকের কাছে প্রশ্ন করে শোধরানোর চেষ্টা করবেন। বর্তমান সময়ে নির্বাচনি অনিয়মের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন,নির্বাচনের পূর্ব প্রস্তুত হিসেবে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সময়মত সকল কাজ সমাপ্ত করতে হবে। রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন ও পর্যবেক্ষণ নীতিমালা এবং প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার বিষয়ে কারো কোন পরামর্শ বা প্রস্তাব থাকলে কমিশনকে অবগত করতে পারেন। ভোট কেন্দ্র স্থাপন বিষয়ে সৃজনশীল চিন্তা করতে হবে।
নিরপেক্ষ ও দক্ষ লোকদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করতে হবে। প্রতিদিন অন্তত ২/১টি ভালো কাজ করার অভ্যাস করতে হবে এবং একই সাথে মিথ্যাকে পরিহার করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর