
নাটোরের সিংড়ায় ৭টি বড় বড় খড়ের পালায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (১ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার রামানন্দ খাজুর ইউনিয়নের কৈ গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও এলাকাবাসী জানান, কৈ গ্রামের চাঁন আলী আকন্দের বাড়ির সামনে থাকা বড় বড় ৭ টি খড়ের পালায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও নিমিষেই খড়ের ৭টি বড় বড় পালা পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত চাঁন আলী বলেন, অগ্নিকাণ্ডে খড়ের পালা ছাড়া অন্য কোন ক্ষয়ক্ষতি হয় নাই। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ চার লাখ টাকা ধারনা করা হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কোন কারণ জানাতে পারেনি কেউ। তবে এই আগুনের পিছনে অন্য কোন রহস্য আছে কিনা তা তদন্ত করবে পুলিশ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর