
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহশিল) বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নবাসী মানববন্ধন ও অফিস ঘেরাও করে। কিছুক্ষণের মধ্যেই ওই কর্মকর্তাকে কিশোরগঞ্জ হতে ডিমলায় বদলি করা হয়। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে।
বেলা ১১ টায় বড়ভিটা ইউনিয়নের জলঢাকা-রংপুর মহাসড়কের উপরে বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করে ইউনিয়নবাসী। তারা ঘণ্টাব্যাপী সড়কে মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন বড়ভিটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামিম হোসেন ভুট্টু, এলডিপির নীলফামারী জেলা শাখার সভাপতি নুরুল আকরাম, এলাকাবাসীর পক্ষে শামসুজ্জামান শামু, আলহাজ ফজলুল হক, মোকারম হোসেন, স্থানীয় কেন্দ্রীয় মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, মোহাব্বত আলী প্রমুখ। তারা বলেন- অবিলম্বে অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ওই কর্মকর্তাকে অপসারণ করতে হবে। এছাড়া তারা বলেন- সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি এ ইউনিয়নের যত লোকের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছে তা ফেরতের দাবিও জানানো হয়। পরে তারা ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে।
পরে দুপুরে খবর পাওয়া যায় জেলা প্রশাসন খবর পেয়ে ওই কর্মকর্তাকে কিশোরগঞ্জ সদর ডিমলায় বদলি করেছে। সত্যতা যাচাইয়ে দেখা যায়- জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ শাখা হতে বৃহস্পতিবার ০২ নম্বর স্মারকের পত্র মারফত ওই কর্মকর্তা মো. আজিজুল ইসলামকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি হতে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে বদলি করা হয়েছে। পত্রে আরও বলা হয়- বদলিকৃত ইউনিয়নে ৫ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে তিনি যোগদান করবে। অন্যথায় ওই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে কর্মস্থল হতে অবমুক্ত হবে বলে গণ্য হবেন। বড়ভিটা ইউনিয়নে চাঁদখানা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বড় ভিটায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল ইসলামের মুঠোফোনে কয়েক বার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর