
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, 'শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মানিকগঞ্জের মাটি ও মানুষকে বেশিই ভালোবাসতেন। আগামী দিনে আমরা মানিকগঞ্জ বাসী তার প্রমাণ দিবো। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় মানিকগঞ্জ থেকে প্রথম প্রতিরোধ গড়ে উঠবে।'
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা খান রিতা বলেন, '৫ই আগস্টের পরে পুরো জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। তারপর শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। শান্তিপূর্ণভাবে তখন প্রশাসনের পাশাপাশি ছাত্রদলের নেতা কর্মীরা জেলা বিএনপির নির্দেশে দিন-রাত পরিশ্রম করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিনেও আমরা সাম্প্রতিক সম্প্রীতি, সন্ত্রাস-নৈরাজ্য এবং চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ছাত্রদের প্রধান ভূমিকায় দেখতে চাই।'
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি নির্বাচনের কথা বলেন, কিন্তু নির্বাচনের কোনো ডেডলাইন দেন না। এত দ্বিধা কেন? এটা তো রহস্যজনক। আপনারা সংস্কারের নামে কালক্ষেপণ করছেন। নির্বাচিত সরকার ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয়। জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছিল আপনারা তো পালন করতে ব্যর্থ হচ্ছেন। দ্রুত সময়ের ভেতর নির্বাচনের পরিবেশ তৈরি করুন নয়তো জনগণকে দমিয়ে রাখতে পারবেন না।'
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ছাত্রদল আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আর এখন তাদের দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে। তারেক রহমানের যে ৩১ দফা তা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
এ সময়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল বাতেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, হামিদুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ ছাত্রদলের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সকাল ১১ টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উঠিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর