
জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ভাঙ্গা আলিশানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আব্দুর রউফ। এসময় নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেন দখলদাররা।
ম্যাজিস্ট্রট আব্দুর রউফ জানান, জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ভাঙা আলিশানে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে দোকান ও স্থাপনা করে রাখা হয়েছিল। গত ১ মাস ১০ দিন তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তবুও তারা স্থাপনা সরিয়ে নেননি। এজন্য আজ এখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এসময় দখলদাররা কিছু সময় নিয়ে নিজ দায়িত্ব স্থাপনা সরিয়ে নেন। এছাড়া আগামীতে এখানে যাতে কেউ অবৈধ স্থাপনা না করতে পারেন।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উজ্জ্বল বাইন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও জেলা পরিষদের সার্ভেয়ার তন্ময় কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শাহাদুল ইসলাম সাজু
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর