
তিতুমীর কলেজ প্রতিনিধি: ভোরের শিশির বিন্দু জমা থাকে ঘাসের ডগায়।দূর থেকে দেখলে মনে হয় ভোরের সূর্যের আলো যেন ঘাসের ডগার উপর মুক্ত ঝরছে। এভাবেই রাজধানীর সরকারি তিতুমীর কলেজেও জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। শীত কে ঘিরে জমে উঠেছে কলেজে পিঠা উৎসব। এ যেন গ্রামীণ পরিবেশের ছোঁয়া তিতুমীর কলেজে ফুটে উঠেছ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ক্যাম্পাসের শহিদ বরকত মিলনায়তন প্রাঙ্গণে পিঠা উৎসব আয়োজিত হয়।
সময় চলমান বছর যায় নতুন বছর আসে, আর নতুন বছরকে বরণ করার লক্ষ্যে বাঙালিরা সব সময় বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে তিতুমীর নাট্যদলের আয়োজনে "নাট্যপার্বণ ও পিঠাপুলি উৎসবের আয়োজন করে। যেখানে তিতুমীর কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এই উৎসবে অংশগ্রহণ করে, আর তার ফলে তিতুমীর কলেজ ক্যাম্পাস মিলন মেলায় পরিণত হয়।
সারি সারি পিঠার স্টলগুলোতে নানা রকমের বাহারী পিঠা। আর এটা দেখে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। কেউ বিক্রেতা সেজে পিঠা বিক্রি করছে, কেউ ক্রেতা সেজে সেগুলো কিনছে । আর এই ক্রয় বিক্রয় কলেজ ক্যাম্পাসকে অন্যরকম দৃশ্যে পরিণত করেছে। যেটা থেকে শিক্ষার্থীরা ব্যবসার অভিজ্ঞতা পাচ্ছে ও উদ্যোক্তা হওয়ার সাহস তৈরি করবে বলে তারা জানিয়েছে।
সেই সাথে তিতুমীর নাট্যদল কর্তৃক আয়োজিত কলেজ অডিটোরিয়ামে হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রটি সংক্ষেপে সবার সামনে উপস্থাপন করে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিখ্যাত বর্ষীয়ান নাট্য অভিনেতা ফারুক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল ও উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং অন্যান্য অতিথি বিন্দু।
বর্ষীয়ান অভিনেতা ফারুক আহমেদ বক্তৃতার প্রথমে তার অভিনীত বিভিন্ন নাটকের বিখ্যাত সংলাপ সবার সামনে উপস্থাপন করেন, যেটা শুনে অডিটোরিয়ামে থাকা শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত হয়। সেই সাথে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপদেশ দেন। এবং পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত " এক গাঁয়ে " কবিতাটি আবৃত্তি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর