
মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোন বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন তিনি কথা গুলো বলেন।
নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ খাঁন আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতিথে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছে।
এসময় তিনি আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গা অঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা, ও আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও নব নিযুক্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মু আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা মু রুকন উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া,জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, জেলা বারের আইনজীবী এড. মহসিন রেজা মানিক, জেলা আই বি ডব্লিউ সভাপতি মো: ফরিদ উদ্দিন সহ প্রমুখ।
পরে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য আব্দুল আলীম ইমতিয়াজকে সভাপতি, আবিকুল ইসলামকে সিনিয়র সহ- সভাপতি, আতিকুল ইসলামকে সহ- সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর