
মেহেরপুরের গাংনীতে যুবদল সভাপতি আলমগীর হোসেনকে গলা কেটে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম বলেন,পৌর যুবদলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম (বিপ্লব) ও বাশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আউয়ালের ছেলে ১ নং ওয়ার্ড যুবদলের সদস্য মফিকুল ইসলামকে সকল স্তরের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐদিনই বিকালে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর