
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের একটি প্লাটফর্মের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যেকেউ ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পান।
‘হেইট থ্রু’ শীর্ষক ওই কর্মসূচির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩টি জুতা একসাথে নিক্ষেপ করার সুযোগ পান। কেউ যদি জুতা নিক্ষেপ করে টানা ৩বার ব্যানারের নেতাদের গায়ে লাগাতে পারেন তাহলে তাকে পুরস্কার হিসেবে একটি ‘মোজো’ দেওয়া হয়।
প্রতিকৃতিতে থাকা সাত নেতারা হলেন- শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন, সেক্রেটারি তানভীর হাসান সৈকত, রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হুসাইনের ছবিতে জুতা নিক্ষেপ করেন। পরে পোস্টারে থাকা তাদের প্রতিকৃতি পোড়ানোসহ গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম লিখা শব্দের পোস্টারগুলো পোড়ানো হয়।
এতে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা একসময় হলে শিক্ষার্থীদের সঙ্গে ন্যাক্কারজনক কাজ করেছে। তারা রাতে বলতো, আগামীকাল ভাইটাল প্রোগ্রাম আছে, কেউ অনুপস্থিত থাকলে তাকে হল থেকে বের করে দেওয়া হবে। সন্ত্রাসীরা আমাদের ক্লাস পরীক্ষা করতে দিত না।
আমাদের দাসপ্রথার মধ্যে ফেলে দিয়েছিল তারা। আমরা সন্ত্রাসীদের ছবিতে জুতা মারার পাশাপাশি, গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদ, লেজুড়বৃত্তি, ফ্যাসবাদ, মুজিবাদের টার্মের কবর রচনা করেছি। সেই সঙ্গে এই সরকারকে বলতে চাই, খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং প্রশাসনের ফ্যাসিবাদদের চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনুন।
এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের, সালমান শাহ প্রমুখ বক্তব্য দেন। এছাড়া ঢাবি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা ওই কর্মসূচিতে অংশ নেন।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে জুতা ও রঙ নিক্ষেপ কর্মসূচি পালন করে।
এতে অংশ নেয়া সমন্বয়ক মাহিন সরকার বলেন, গ্রাফিতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল কায়েম করেছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গণরুম, গেস্টরুম, সিঙ্গেল গেস্টরুমের মাধ্যেমে আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আমরা চাই শেখ মুজিব বা তার দোসরদের মতো করে যেন আর কোনো ফ্যাসিস্ট না আসে। আমাদের স্বাধীনতা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর