
টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে আটটি গরু চুরি হয়েছে। চুরি হওয়ার পর থেকে এলাকায় ও খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
কালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা ও দামিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গরুর মালিক আবুল হাশেম জানান, গতকাল রাতে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে ভোররাতে চাচাতো ভাই আলাউদ্দিনের চিৎকার শুনে এসে দেখেন তার সব গরু চুরি হয়ে গেছে। তিনি জানান, গোয়াল ঘরে থাকা একটি ষাড়, একটি গাভী ও একটি বকনা বাছুরসহ মোট ৩ টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
একই বাড়ির আলাউদ্দিনের গোয়াল ঘর থেকে একটি গাভী, একটি ষাড় ও একটি বকনা বাছুর চুরির ঘটনা ঘটে। ওই একই রাতে উপজেলার দামিয়াপাড়া এলাকায় আ. কাদের ড্রাইভারের বাড়ি থেকে দুইটি ষাড় গরু চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া আটটি গরুর মূল্য আনুমানিক সাত থেকে আট লাখ টাকা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার এসআই মোশারফ হোসেন জানান, গরু চুরির ঘটনাটি অবগত হয়েছি। এ বিষয়ে এলাকাবাসীর আরো সচেতন থাকতে হবে। এছাড়া সখীপুর থানায় পুলিশি টহল আরো জোরদার করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর