
জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সরিষাবাড়ী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- শিমলা বাজার ইস্পাহানী এলাকার মজিবর রহমানের পুত্র হৃদয় হাসান শাকিল (২৪), শিমলাবাজার রেলকলোনীর আলতাফ হোসেন ড্রাইভারের পুত্র সাজ্জাদ হোসেন (২৬) ও বড়বাড়িয়া এলাকার মিজানুর রহমান মির্জালের পুত্র মিথুন আহমেদ শাওন (১৯)।
পুলিশ সূত্রে জানাগেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের ৪০/৪৫ জন নেতাকর্মী পৌরসভার শিমলাবাজার অগ্রণী ব্যাংকের সামনের সড়ক এলাকায় সমাবেশ করার চেষ্টা করছিল। শুক্রবার একটি জিডির প্রেক্ষিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বঙ্গবন্ধু চত্বরে অভিযান চালিয়ে ছাত্রলীগের ৩কর্মীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থাকা রামদা, লোহার রড, পাইপ উদ্ধার করে। এ সময় বাকী নেতাকর্মীরা পালিয়ে যায় বলে জানাগেছে। অন্যান্য আসামীরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, সাধারণ সম্পাদক আল মামুন, সজিব হাসান লেমন, ফজলে রাব্বি, রিয়াদ সরকার, মারুফ, সুমন চাকলাদার, লেবু মিয়া, দুখু জিএস, সুমন এজিএস, কাজী শুভ জিএসসহ ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ০৩ (০৪-০১-২০২৫ ইং)
থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩কর্মীকে গ্রেফতার করে ৫ জানুয়ারি আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর