
হালুয়াঘাটে দোকানে আগুন লেগে কয়েকশ পাখি, হাঁস ও মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধারা বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়,দীর্ঘ দিন ধরে উপজেলার ধারা বাজারে দু’টি দোকানে কোয়েল পাখি, হাঁস ও মুরগি লালন-পালন করতেন এরশাদ। এখানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা হতো।
হালুয়াঘাট ফায়ার স্টেশনের টিম লিডার মো. মানিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর