স্বামীর দ্বিতীয় বিয়ের দাবী নিয়ে স্ত্রীর সাথে বিরোধ। তালাক দেয়ার চাপ দেয়া হলে তালাক দিতে নারাজ হয় স্ত্রী। পরবর্তীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার (৫ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বলাইকাঠী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নুরজাহান বেগম (৪৫) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী। উক্ত ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ের দাবী করা নিয়ে নুর মোহাম্মদের সাথে তার স্ত্রী নুরজাহানের মধ্যে বিরোধ চলছিলো। দীর্ঘদিন বিরোধের পর নুর মোহাম্মদ আপোষের কথা বলে স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে তাদের মধ্যে পুনরায় বাকবিতন্ডা হয় স্বামী স্ত্রীর মধ্যে। এরপর শনিবার মধ্যরাতে আনুমানিক রাত ৩ টার দিকে স্ত্রী নুরজাহান বেগমকে গলা কেটে হত্যা করেন নুর মোহাম্মদ। হত্যার পর নিজেই পটুয়াখালী সদর থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইমতিয়াজ বলেন,‘নিহত নুরজাহানের স্বামী নিজেই থানায় এসে ঘটনার কথা জানিয়েছে। আমরা নূর মোহাম্মদ কে আটক করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর