
কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানার সামনে মিনিট ২০ অবস্থান নেয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। পরে তার হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি তোলেন।
রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। পরে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান থানার মধ্যে প্রবেশ করেন। এসময় নেতা-কর্মীরা ফারুকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
মিনিট ১০-১৫ যেতে না যেতে না গণঅধিকারে শীর্ষ ওই নেতাসহ বেশ কয়েকজন থানা থেকে বের হন। এময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা শাহবাগ থানায় গিয়ে আমরা ওসির দেখা পাইনি। সেখানে রমনা জোনের ডিসির সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে, যদি এই সময়ের মধ্যে জড়িত আসামীদের গ্রেফতার করা না হয়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।
এসময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে জনগণ তার বিচার নিশ্চিত করবে, এজন্য প্রয়োজনে আমি হুকুমের আসামি হতে রাজি আছি। আমরা পুলিশের ও স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদক্ষেপ দেখি না। ২৪ ঘন্টার মধ্যে ফারুকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
পরবর্তী তার বক্তব্য শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়, মিছিলটি শহীদ মিনার-টিএসসি-চারুকলা হয়ে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন। পরে ৫ টা ৫০ মিনিট পর রাশেদ খানের ঘোষণার পর নেতা-কর্মীরা শাহবাগ ত্যাগ করতে শুরু করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর