
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন রফিকুল ইসলাম। শনিবার (৪ জানুয়ারী) রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি জেলার লালপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তিনি সর্ব প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার জন্মস্থান বগুড়া জেলার আদমদিঘী থানার শিবপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত।
সাক্ষাৎকালে ওসি রফিকুল ইসলাম বলেন, উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকবেন এবং এ বিষয়ে সকলের সার্বিক সহযোগীতাও কামনা করেন তিনি। অপরদিকে একইদিনে তদন্ত ওসি হিসেবে যোগদান করেছেন এস.এম রিয়াজুল হাসান। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খামারগ্রামের বাসিন্দা । তিনি ওই এলাকার মৃত মজিদ সরকারের ছেলে।
এর আগে তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি সর্ব প্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী এবং এক ছেলে নিয়ে দাম্পত্য জীবনে তিনি অনেক সুখী ব্যাক্তি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর