
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সাহিদা আক্তার (২২) নামের গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত সাহিদা আক্তার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণ পাড়া এলাকার প্রবাসীর সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে বিয়ে হয় তাঁদের। স্বামী বিদেশ যাওয়ার পর সাহিদা আক্তার, তার মা এবং শাশুড়িসহ তিনজন থাকতেন এই বাড়িতে।
নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া পাই না। কেবিনের ভিতর থেকে ছিটকানি লাগানো ছিল, ভাবলাম ভিতরেই আছে।
সকালে রান্নার সময় হলে তাও না উঠলে দরজায় ধাক্কা দিলেও কোন সাড়া পাওয়া যায় না। চালের ফাকা দিয়ে উঁকি দিয়ে কেবিনে তার ঝুলন্ত দেহ ঝুলতে দেখি। চিৎকারে আশেপাশের লোকজনে এগিয়ে আসে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত. সাহিদা আক্তারের মুঠোফোন পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং মুঠোফোন পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর