
নাটোরের বাগাতিপাড়ায় সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি ও গুদামজাতকরণের মাধ্যমে কৃত্রিম সংকট রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি সার ডিলার মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সার ডিলার মালিকদের এ জরিমানা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।
জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে সার ও কীটনাশক বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় দয়ারামপুর ইউনিয়নের তালতলা বাজারে মোঃ শরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা, বাটিকামারী বাজারে জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা, দয়ারামপুর নন্দীকুজা বাজারে আবু মোহাম্মদকে ৫০ হাজার টাকা এবং রাসায়নিক সারের গুদামজাতকরণের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে বাগাতিপাড়া পৌর এলাকার মালঞ্চি বাজারে মোঃ মুক্তার হোসেন কে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(ড) নং ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেনাবাহিনীর একটি টিমের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফিরোজ আলী।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, আজ উপজেলার বিভিন্ন বাজারে সারডিলারে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর