
টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স কোম্পানির সিনিয়র সেলস্ মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তারই সম্প্রতি প্রাক্তন হওয়া ফ্ল্যাট প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর সোলায়মান হোসেন নামক ওই সাবেক প্রতিবেশী যুবকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আহত গুল রায়হান ও মামলায় অভিযুক্ত সোলায়মান পরিবার নিয়ে মির্জাপুর পৌর সদরের বাইমহাটি এলাকার আতোয়ার রহমানের বাসার ৫ম তলায় পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
মামলার তথ্যমতে, সোলায়মান ও তার স্ত্রী প্রায়ই ঝগড়াঝাঁটি করতো। বিষয়টি আহত গুল রায়হানের মাধ্যমে জানতে পারেন বাসার মালিক আতোয়ার। এতে বাসার মালিক তাঁদের বাসা ছেড়ে দিতে বলেন। গত ৩১ ডিসেম্বর তারা বাসা ছেড়ে দেন। এরপর গত ২ জানুয়ারি দুপুর বেলা গুল রায়হানকে মোবাইল ফোনে পৌরসভার বাইমহাটী ব্রিজ এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোলায়মান।
তবে মামলায় অভিযুক্ত সোলাইমান বলেন, গুল রায়হান আমার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব ও উত্ত্যক্ত করতো। আমার স্ত্রীও তার ফাঁদে পা দেয়। বিষয়টি জেনে যাওয়ায় স্ত্রীর সাথে আমার মনোমালিন্য চলছিলো। আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তবে আমরা এখন আলাদা। আমার সুন্দর সংসার নষ্ট করার দায়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি এ ঘটনা ঘটিয়েছি।
তবে বাসার মালিক আতোয়ার রহমান বলেন, ভাড়াটিয়া সোলায়মানের কাছে তার জাতীয় পরিচয় পত্রের কপি চাওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি না দেওয়ায় তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়।
মামলার বাদী গুল রায়হান বলেন, সোলায়মানের সাথে আমার কোন কিছু নিয়ে বিরোধ ছিলোনা। তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাঁটি করে ফ্ল্যাটের পরিবেশ নষ্ট করতো এটি বাসার মালিককে বলায় তিনি আমার উপর ক্ষিপ্ত ছিলেন। তার স্ত্রীর সাথে আমার আলাদা কোন সম্পর্ক ছিলোনা।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হান মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর