গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কাঞ্চনপুর এলাকায় ঘটে।
নিহতরা হলেন - অয়ন রায় (২২), পিতা: গোপাল চন্দ্র রায়, গ্রাম: নয়ানগর। সুদেব দাস (৩৫), পিতা: মৃত বাসুদেব দাস, গ্রাম: সূত্রাপুর। করিম মিয়া (৪০), পেশা: অটোচালক, গ্রাম: বড়গোবিন্দপুর। আহত রিপন মিয়া (২৮), বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের দিকে যাত্রা করা একটি অটোরিকশা কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান অয়ন রায়। গুরুতর আহত অবস্থায় অটোচালক করিম মিয়া, যাত্রী সুদেব দাস, এবং রিপন মিয়াকে দ্রুত টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করিম মিয়া ও সুদেব দাসের মৃত্যু হয়। রিপন মিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে রেফার করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। গুরুতর আহত একজন বর্তমানে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
দুর্ঘটনার ফলে কাঞ্চনপুর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর