
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৫) মোহাম্মদ দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬(১১৯)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক হাজার শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১তলা হল ভবনের নাম শিক্ষার্থীদের প্রস্তাবিত নাম থেকে নামকরণের বিষয়ে প্রাধ্যক্ষের চিঠি সম্পর্কে আলোচনা করা হয়। এ ভবনের নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের নিকট হতে নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছিলো। এরই প্রেক্ষিতে হলের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী নতুন ভবনের নামকরণের জন্য নিম্নলিখিত নাম প্রস্তাব করে জুলাই স্মৃতি ভবন, জুলাই বিপ্লব ভবন, জুলাই ২৪ ভবন ও বিজয় ২৪ ভবন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক হাজার ছাত্রের জন্য নবনির্মিত ১১তলা হল ভবনের নাম ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ নামকরণ করা হলো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর