
জামালপুরের সরিষাবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে চালকসহ ৩জন আহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোরে পৌরসভার তালুকদার বাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ী অরক্ষিত রেলক্রসিং এলাকায় বুধবার ভোর ৫টার দিকে ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন এর সাথে সার বোঝাই ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো ট ২২-৬৩২২) সংঘর্ষের ঘটনা ঘটে। ভয়াবহ দুর্ঘটনায়,ট্রাক ৩ খণ্ড হয়ে যায়। এসময় লোকোমাস্টার, ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। আহতরা হলেন, ট্রেনের লোকোমাস্টার সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ট্রেন ও ট্রাকের সংঘর্ষে সরিষাবাড়ী-তারাকান্দি-ভূয়াপুর সড়ক ও রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। রেলক্রসিংয়ে কেউ দায়িত্বে না থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
ট্রেনের লোকোমাস্টার সামছুল হক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসেন। পথিমধ্যে তালুকদার বাড়ি রেলক্রসিং পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন বলেন, বুধবার সকাল থেকে সরিষাবাড়ী-তারাকান্দি লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর