
টাঙ্গাইলের মির্জাপুরে তালা ভেঙ্গে এক খামারির গোয়ালে থাকা সবগুলো গরু ও বাছুর চুরি করে নিয়ে গেছে চোর।
বুধবার (৮ ডিসেম্বর) মধ্যরাতের কোন একসময় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বৈষ্ণবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গোয়াল ঘরে ২টি গাভি, ২ টি বাছুর ও ১ টি ষাঁড় গরু ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী খামারি রউফ মিয়া। তিনি বলেন, রাতে গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমোতে যান তিনি। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গোয়াল ঘরে থাকা কোন গরুই নেই।
এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর রাতে চোরের দল উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের রবীন্দ্র সরকারের ৪টি এবং মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আজাহার মোল্লার ২ টি গরু চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, প্রতিবছর শীত মৌসুমে একটি সংঘবদ্ধ চোর চক্র মির্জাপুরের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটায়। সাধারণত পাকা রাস্তার পাশে থাকা পারিবারিক খামারগুলো টার্গেট করে তারা। রাতের বেলা ট্রাক ও পিক আপ নিয়ে আসে চোরের দল। সম্প্রতি এমন একটি চোর চক্রকে ধাওয়া করেছিলো পুলিশ। তবে তারা গরু রেখে ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
গরু চুরির ঘটনাগুলো তদন্ত করে এই চক্রের হোতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর