বরিশাল মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতার বাড়িতে একযোগে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের কাউনিয়া এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু এবং নাজিরপুল এলাকায় মহানগর কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবরের বাসায় ভাঙচুর ও হামলা করে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সৈয়দ আকবর অভিযোগ করে বলেন, হেলমেট পরে দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আমার বাড়িতে হামলা চালায়। বাড়ির সামনের জানালার গ্লাস ভাঙচুর এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে।
খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সৈয়দ আকবরের বাড়িতে ছুটে আসেন।
এ ঘটনায় বিএনপি নেতা মীর জাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, আনোয়ারুল হক তারিন ও মহসিন মন্টু সাংবাদিকদের জানান, হামলাকারী যারাই হোক তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের দোসর হয়ে বিএনপির মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে তারাই এই হামলার পেছনে রয়েছে।
এদিকে ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, দুটি বাসায় প্রায় একই সময়ে হামলার ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ আকবর হোসেনের স্ত্রী মাইমুন আকবর জানান, মোটরসাইকেলে ১০-১২ জন এসে বাড়ির গেট ভেঙে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাঁদের হাতে ছিল রামদা, চাপাতি এবং পিস্তল। বাসার নিচতলায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আমরা ভয়ে তিনতলার দরজা আটকে বসেছিলাম।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর