
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ৭টি ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলো এবছরই ইট উৎপাদন শুরু করেছিলো। এর আগে গত ১২ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ইটভাটাগুলোকে মোট ২৪ লক্ষ টাকা অর্থদণ্ড ও বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নে এই অভিযান শুরু হয়। অভিযানে বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস নামের ৭টি ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙ্গে দেয়া হয়।
অভিযান পরিচালনায় ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্ল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুরের সহকারি কমিশনার ( ভূমি) মো. মাসুদুর রহমান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারি পরিচালক সজীব কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর