
নাটোরের লালপুর উপজেলার ধরবিলা এলাকা থেকে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় পুলিশের অভিযানে একটি ট্রাক ও গরুসহ এক চোর আটক হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ঠাকুর মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধরবিলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুলতানের বাড়ি থেকে একদল চোর ৫ টি গরু চুরি করে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে চোরেরা ৪ টি গরু ফেলে রেখে একটি গরু ট্রাকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গরুসহ চোরকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পাওয়ার পরে লালপুর থানার ওসি নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চোরদের আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় চুরি ও ডাকাতি মামলার আসামি ড্রাইভার আজমলকে একটি গরু ও ট্রাকসহ আটক করা হয়।
এ সময় তার সহযোগী পালিয়ে যায়। পলাতক চোরদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, সংঘবদ্ধ গরু-মহিষ চোরদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর