
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া থেকে অপহরণের ১০ দিন পর জসিম উদ্দিন ফিরে এসেছেন। তবে ৩০ লাখ টাকা দিয়ে মুক্ত করেছেন স্বজনরা।
আর এই মুক্তিপণের টাকা পরিশোধ করতে বিক্রি করেছেন জমিজমা এমনটাই দাবি করেছে স্বজনরা।
বুধবার (৮ জানুয়ারি) রাতে জসিম উদ্দিনকে ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।
তিনি জানান, গত ৩০ ডিসেম্বর সোমবার রাত ১১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়। রাতে সশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার মাথা নিজ মুদির দোকান থেকে জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যাওয়া হয়েছিল।
অপহরণের পর সন্ত্রাসীদের পক্ষে থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন ধরনের নির্যাতন ও মারধর করে পরিবারের কাছে ভিডিও বাতা পাঠানো হতো। অবশেষে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিলে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেন। তার শরীরের বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বর্তমানে চট্টগ্রামে নিয়ে একটি ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান তিনি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশকে। তবে থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণের বিনিময়ে জসিমের মুক্ত হওয়ার বিষয়টি সম্পর্কে আমার জানা নেই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর