
ঢাকা সাভারের আশুলিয়ায় নবীনগর এলাকা থেকে চেতনানাশক দ্রব্য জব্দসহ অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জের ঘিউর থানার সাহাদাৎ, ফারুক চৌধুরী মাসুম, আবদুল রাজ্জাক, গাজীপুরের দেলোয়ার হোসেন ও হবিগঞ্জের চুনারোঘাটের কাউছার মিয়া।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করে অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নি:স্ব হয়েছেন।
এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর