
জয়পুরহাট সদর উপজেলার ঝাউবাড়ি এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ২০২৪ সালের ৫ আগস্ট জয়পুরহাট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অত্র স্থানে অভিযান পরিচালনা করে ৭ দশমিক ৬২ এমএম রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কে বা কারা এই গুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গুলির যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর