
বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের বিস্তার করার আর কোনো সুযোগ দেয়া হবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান বলেন, শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না।
কেননা তার অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে নির্বাচনে বাংলাদেশের জন ভোট কেন্দ্রে যায়নি। জনগণের ভোটে নির্বাচিত হতে না পেরে দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আর দীর্ঘদিন অবৈধ ক্ষমতা দখল করে দেশের মানুষের উপর দমন, নিপীড়ন-নির্যাতন চালিয়েছে। যার পতন হয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।
আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে তার আসল ঠিকানা ভারতে আশ্রয় নিয়েছে এবং তার নেতৃত্বাধীন পুরো পার্লামেন্টের সদস্যরাও বিভিন্ন দেশে পালাতে বাধ্য হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর মাকিছড়ি উপজেলা শাখার আয়োজনে সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লগি বৈঠার হত্যাকান্ড, বিডিআর বিদ্রোহে ৫৭ জন অফিসারকে হত্যাসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেয়ার বিচার হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম-ছাত্র শিবিরের নেতাকর্মী ও বিরোধী দলের উপর সাড়ে পনেরো বছর যে নির্মম নির্যাতন চালিয়েছে তার আন্তর্জাতিক মানদণ্ডে তার বিচার হবে।
তাছাড়া নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এটি গ্রহণযোগ্য সরকার গঠনের লক্ষ্যে বর্তমানে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। আর অবাধ, সৃষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও চিরতরে ফ্যাসিবাদের দরজা বন্ধ করতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াতের আমীর মো মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী ও কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, জেলা কর্ম পরিষদ সুরা সদস্য অধ্যক্ষ মো. আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো আমানউল্লাহ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর