
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ আগামী শত-শত বছরেও বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে পারবে না এবং প্রতিষ্ঠিত হতেও দেওয়া হবে না।
কারণ আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাস ও লুটপাটের ইতিহাস। ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম নির্যাতনের কথা মনে রাখবে দেশের মানুষ। জালিমরা নাশতার কথা বলে হাজার হাজার মামলা দিয়ে আলেম ওলামাদের গ্রেপ্তার করে বন্ধি রেখে নির্যাতন করেছিলো।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহীম, ফেনী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব এডভোকেট জামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাদেরুজ্জামান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন, উপজেলা প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু, লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলাম, মোটবী ইউনিয়ন আমীর মাওলানা আফসারসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর