
মাদকমুক্ত সমাজ গড়তে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ী, মধুপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টি টগবগে ঘোড়া অংশ নেয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে ৪০টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা চারটি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। চূড়ান্ত লড়াইয়ে ময়মনসিংহের সজনুর ঘোড়া প্রথম স্থান অর্জন করায় একটি ৮০ সিসি হিরো বাইক পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ উপহার দেয়া হয়।
ময়মনসিংহ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। এ সময় ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম আর আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণি ও পেশার বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ উপলক্ষ্যে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানিরা।
আয়োজক কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা তুলে ধরতে এ আয়োজন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকেরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর