
ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে রৌমারী চিলমারী নৌরুটে ১৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে পরিবহণ সেক্টর। পাশাপাশি জরুরি ভিত্তিতে নদে ড্রেজিং করে ফেরি চলাচলের ব্যবস্থার সু নজর দিতে কর্তৃপক্ষকে নিকট দাবি জানায় তারা। সরেজমিনে রৌমারী ফেরিঘাটে গিয়ে ও কর্তৃপক্ষসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। রৌমারী ফেরিঘাটের রাস্তার উপর দাঁড়িয়ে আছে মালবাহী ট্র্যাক ও ছোট বড় যানবাহন।
বিআইডব্লিউটিএ' অফিস সূত্রে জানা গেছে, ২০শে সেপ্টেম্বর ২০২৩ সালে রৌমারী ও চিলমারী নৌরুটে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়। এ রুটে ফেরি কুঞ্জলতা ও ফেরি কদম চলাচল করে। এ চিলমারী ও রৌমারী নৌপথের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের ফলুয়ারচর, বলদমারা, খেরুয়ারচর ও দুইশ বিঘাসহ কয়েকটি স্থানে নাব্য সংকট ও ডুবোচর জেগে উঠায় এ রুটে ১৫ দিন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ’র মেরিন অফিসার নজরুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের ফলুয়ারচর, বলদমারা, হকেরচর নাব্যতার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে বিআইডব্লিউটিসির লোকজন প্রতিনিয়ত ড্রেজিং এর কাজে নিয়োজিত রয়েছে। আসা করি খুব শীঘ্রই ফেরি চলাচল শুরু করবে।
বিআইডব্লিউটিএ’র উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, সাহেবের আলগা থেকে আসা চ্যানেলে চর ভেঙ্গে নৌ পথ বন্ধ হয়ে গেছে। এ কারণে চার হাজার ফুট খনন কাজ চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর