
নড়াইলে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার গোচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হলেন- শাহাবুদ্দিন ইসলাম (৩১) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার বসতীপাড়ার কামাল হোসেন ও আল মিরাজ (১৯) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার দৌলতগঞ্জ পাড়ার রায়হান ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই মো. টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে সদর থানার পৌরসভার ৪নং ওয়ার্ডের গোচর উপজেলা ভূমি অফিসের মূল গেটের সামনে নড়াইল হতে মাগুরাগামী পাঁকা রাস্তার উপর হতে শাহাবুদ্দিন ইসলাম ও আল মিরাজকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের নিকট থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান বিডি২৪লাইভকে বলেন,নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর