চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন।
২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ তার ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর