
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুবলীগ নেতা ও সীমান্ত এলাকার চোরাকারবারি হিসাবে পরিচিত মো. রউফ মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ।
সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আবুল কামাল চৌধুরীর নেতৃত্বে এ এস আই কার্তিকসহ পুলিশের একটি দল তাকে কলাগাঁও বাজার থেকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও খোঁজ নিয়ে জানা গেছে,রউফ মিয়া সে যুবলীগ নেতা পরিচয়ে গত ৫-৭ বছর ধরে স্থানীয় চোরাচালানীদের গডফাদার তোতলা আজাইদ্দার বিশ্বস্ত সোর্স হিসেবে সীমান্ত এলাকা প্রভাব বিস্তার করে রাতের আধাঁরে ভারত থেকে অবৈধভাবে বড়চড়া,কলাগাঁও,ট্যাকেরঘাট, জংঙ্গলবাড়ি, লামাকাটা এলাকা দিয়ে ভারতীয় কয়লা,চিনি, মদ গাজাঁসহ বিভিন্ন অবৈধ পন্য দেশের ভেতরে নিয়ে আসত। পাশাপাশি অন্যান্য চোরাকারবারীদের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যানেজ করার জন্য বিপুল অংকের চাদাঁ আদায় করে আসছিল। চোরাই পথে অবৈধভাবে ভারত থেকে অবৈধ পন্য দেশের ভেতরে এনে কলমাকান্দাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার আটকের খবরে অনেকেই সন্তোষ প্রকাশ করছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান,রউফ মিয়াকে ১৬ ডিসেম্বরে নাশকতা মামলায় জড়িত থাকায় আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সীমান্ত এলাকার নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তাকে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর