
পিলখানায় হত্যাকান্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও বন্দীদের মুক্তি সহ ৯ দফা দাবিতে জয়পুরহাটে রোববার (১২ জানুয়ারি) এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় বিডিআর কল্যাণ পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আগে পিলখানা হত্যাকাণ্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাবেক নায়েব সোবেদার নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিলদার বীর মুক্তিযোদ্ধা আবেদ আলী, বন্দি বিডিআর রেজাউল করিমের ছেলে মোহাম্মদ নোমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল, জেল মুক্তি বিডিআর হাবিলদার নায়েব মাহবুব, জেল মুক্তি বিডিআর সদস্যের স্ত্রী আলেয়া খাতুন ডলি প্রমুখ।
৯ দফা দাবিগুলো মধ্যে রয়েছে ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, পিলখানা ঢাকাসহ সারাদেশে বিডিআর ব্যাটালিয়ন ও সেক্টরে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল, চাকরিচ্যুত সকল পদবির বিডিআর সদস্যকে সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল, হত্যা মামলায় হাইকোর্টের বিচারকদের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্ত কল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন, হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দেয়া, ২৫ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজিডি দিবস হিসেবে ঘোষণা, হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী তদন্ত/জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যেসকল নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতনপূর্বক হত্যা করা হয়েছে।
তাদের তালিকা প্রকাশ করে মৃত সকল পদবির পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করা, তদন্ত/জিজ্ঞাসাবাদে নিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যদের নির্যাতনপূর্বক হত্যা করেছে তাদেরকে শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষকারী বিডিআর সদস্যরা যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর যাবত কারাঅন্তরীনে আছে তাদেরকে অনতিবিলম্বে জামিন ও মামলা থেকে অব্যাহতিপূর্বক মুক্ত করা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর