ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাঁশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে নগরকান্দার বাঁশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই বাসে থাকা অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতরে অন্য কোনো যাত্রী রয়েছে কিনা তা তল্লাশি শেষে উদ্ধার কাজ শেষ করা হয়।
এদিকে ফরিদপুর-বগুড়া মহাসড়কের রায়পুর ইউনিয়নে মোটরসাইকেল ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম এবং আমি নিজেও মাত্র ঘটনাস্থলে এসেছি।
মুক্তা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে , আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর