পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস। রবিবার (১২ জানুয়ারি) সকাল বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের টার্মিনাল পরিচালনা কমিটির আয়োজনে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য ক্যাম্পে প্রায় একশো শ্রমিক তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসক কাজী আফিয়া জেবা। পরে স্বল্প মূল্যে ঔষধ দেন তারা।
এদিকে চিকিৎসা নিতে আসা রোগীরা খুব স্বল্প খরচে ডাক্তার দেখানো ও ঔষধ নিতে পাড়ায় শ্রমিকরা বাস মিনিবাস ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পটুয়াখালী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক খলিলুর রহমান বলেন, আসলে বাসের শ্রমিকরা বেশি টাকা খরচ করে ক্লিনিকে গিয়ে সেবা নিতে পারে না কারণ তাদের আয় খুব সীমিত। তাই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্বল্প খরচে তারা যাতে চিকিৎসা সেবা পেতে পারে সেজন্যই আজকের এই আয়োজন।
বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক অনিক খন্দকার বলেন, অনেক শ্রমিকই ব্যস্ত জীবনের মাঝে থেকে ডাক্তার দেখাতে পারে না। অকালেই অনেক শ্রমিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাই শ্রমিকরা ও তাদের পরিবারের সদস্যরা যাতে স্বল্প খরচে ডাক্তার দেখাতে পারে সেজন্য শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ও পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর