
বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শেরুয়া ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সেরুয়া ফরেস্ট এলাকার তারিজুল ইসলামের ছেলে ও শাহবন্দেগী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাকিব হাসান (১৭) ও একই এলাকার মোক্তাল হোসেনের ছেলে ও ছাত্র দল নেতা আব্দুল কাদের (১৭)।
জানা যায়, গত ৪ দিন আগে শেরুয়া এলাকায় ফরেস্টের মধ্যে আব্দুল হাদির সঙ্গে বাদল নামের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাদী বাদলকে শেরুয়া আসতে বলে। তখন বাদল তার বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই আব্দুল হাদি সাকিব হাসানকে ছুরিকাঘাত করে পরে কাদের এগিয়ে আসলে তাকেও আঘাত করে।
এ ঘটনায় আহত সাকিব হাসান জানান, সেরুয়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল হাদি (২০), একই এলাকার আল আমিন চেয়ারম্যানের ছেলে অন্তর (২২), আয়নাল হক (৩২), রাফিউল ইসলাম (২৮), দেলশাদ হোসেনসহ (২৭) আমাদের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে এতে আমরা দুই জন আহত হয়েছি। পরে আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আমাদেরকে ভর্তি করায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনা শোনার পর পরেই অভিযান চালিয়ে আব্দুল হাদি নামের এক যুবককে আটক করা হয়েছে এবং আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর