• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:০১ দুপুর
bd24live style=

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে সম্পন্ন

ছবি: সংগৃহীত

দেশের মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ তাদের বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে উদ্‌যাপন করেছে।

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর আমিনবাজারে অবস্থিত কৃষিবাড়ি ইস্টিটে অনুষ্ঠিত এই আয়োজন ছিল আনন্দঘন এবং উৎসবমুখর। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক মানবসম্পদ পেশাজীবী ও কর্পোরেট কর্মকর্তারা এই আয়োজনে অংশ নেন।

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রওশন আলী বুলবুল বলেন, “আমাদের মূল উদ্দেশ্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানে গ্রিন এইচআর ধারণার বিকাশ ঘটানো এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করা। ইতোমধ্যে, আমাদের ধারাবাহিক সাপ্তাহিক পাঠচক্রের ২৯১টি পর্ব সম্পন্ন হয়েছে, যা প্রতি শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা ৫০টিরও বেশি বই পড়া সম্পন্ন করেছেন। পাশাপাশি, আমরা সফট স্কিল ও আধুনিক তথ্যপ্রযুক্তি যেমন পাওয়ার বিআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং সমসাময়িক উদ্ভাবন নিয়ে আলোচনা করি ও ট্রেইনিং প্রদান করি, যা পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫৭ টি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম করেছি আমাদের মেম্বারদের ডেভেলপ করার জন্য। এছাড়াও ট্রেইনারদের জন্য তিনটা ‘টিওটি’ প্রোগ্রাম শেষ করেছি। আমাদের পরবর্তী উদ্দেশ্য গ্রিন এইচআর ফাউন্ডেশনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা– বলেন মোঃ রওশন আলী বুলবুল। 

এই অনুষ্ঠানে বেশ গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন, এর মধ্যে মো: নুরুল ইসলাম, সাবেক হেড অব এইচআর, প্রাণ আরএফএল গ্রুপ, এস.এম. জাহিদ হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়াল্টন গ্রুপ; কে এম হাসান রিপন, এক্সিকিউটিভ ডিরেক্টর, ড্যাফোডিল ফ্যামিলি; যিশু তরফদার, সিইও ও মাস্টার ট্রেইনার, মেটামাইন্ড; বিক্রয়বন্ধু রাজিব আহমেদ; মুশফিকুর রহমান পাভেল, সিইও, মুন্সি এইচআর সলিউশন লি.; বাহাউদ্দীন মিঞা, এক্সিকিউটিভ ডিরেক্টর, বেঙ্গল এয়ারলিফট লি.; সাইফুল ইসলাম, সিইও, ইংলিশ থেরাপি; জুয়েল রিজোয়ানি মিঞা, সিএইচআরও, পার্টেক্স স্টার গ্রুপ; মো. মোজাম্মেল হক হেড অব করপোরেট অ্যাফেয়ার, ফারাজি হসপিটাল লি.প্রফেসর ড. জে. আলী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি; ড. আব্দুল্লাহ আল মামুন,  ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া; প্রমুখ ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন।

দিনব্যাপী বার্ষিক বনভোজনে ছিল খেলাধুলা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা এবং নেটওয়ার্কিংয়ের জন্য বিশেষ সেশন। অংশগ্রহণকারীরা কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে মেতে উঠেছিলেন এই প্রাণবন্ত আয়োজনে। এই প্রোগ্রাম বাস্তবায়নে একটা চমৎকার অরগানাইজিং টিম কাজ করেছে। এই প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্ট জনাব রওশন আলী বুলবুল, মোহাম্মদ ইকরাম হোসেন, সৈয়দ আকরাম হোসেন, সৈয়দ মো. আসিফ রহমান, সাইফুল আমিন হাসানাত, সাইফুল ইসলাম, প্রণব চন্দ্র, মো. হেমায়েত হোসাইন, এমরান হোসেন, জি এম ফারুক, তৌহিদ হোসেন, রানা চক্রবর্তী, ইলিয়াস হোসেন সহ সংগঠনটির কোর মেম্বারগণ। 

এই আয়োজনের সফলতায় ভূমিকা রেখেছে একাধিক স্পন্সর প্রতিষ্ঠান। স্পন্সরদের মধ্যে টাইটেল স্পন্সর ছিল ইংলিশ থেরাপি, এছাড়াও সহযোগী স্পন্সর হিসেবে ছিল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরায়েজি হসপিটাল লিমিটেড, এইচএমএস আইএসও সার্টিফিকেশন এবং পরামর্শ সংস্থা, মুন্সি এইচআর সলিউশন, নেক্সট্রাভেল বাংলাদেশ, মারলিন গ্রুপ, ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, সিআইএস টেক লিমিটেড, বেঙ্গল এয়ারলিফট লিমিটেড, খোলা বাজার ইন্টারন্যাশনাল, টেকনো হাব সল্যুশন বাংলাদেশ, উইন লেদার, প্রগতি লাইফ ইনসিওরেন্স পিএলস, ফাইভ বি, টেকনোভা আইটি, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, লিভিংটেক্স, হ্যাপিনেস আবাসন, টেক্সাস, সার্কেল ইন্ডাস্ট্রি লিমিটেড, যান্ত্রিক, থিংক সেইফটি বাংলাদেশ, শিশির গ্রুপ, কাইট ডিজিটাল স্টুডিও, নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড, জেডএম ইন্টারন্যাশনাল, রাইজিং বিডি ডট কম।   

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের এই উদ্যোগ শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানবসম্পদ পেশাজীবীদের জন্য একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই প্ল্যাটফর্ম পেশাজীবীদের জ্ঞান এবং নেটওয়ার্কিং বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা করছে সংগঠনটি।

বনভোজনে অংশ নিয়ে বিভিন্ন অতিথি বলেন আমরা খুবই আনন্দিত এত সুন্দর আয়োজন দেখে। এই সংগঠন সদস্যদের নতুন নতুন বিষয়ে জানার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সবাইকে একত্রিত করার কাজও করে যাচ্ছে। এটি সময় উপযোগী মহৎ উদ্যোগ বলেও তারা মনে করেন।

মুনতাসির/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com