
ভোলা'র তজুমদ্দিন উপজেলায় বহুল আলোচিত ৭ বছর বয়সী শিশু বলাৎকারের মামলায় মো. লোকমান বেপারী (৩০) কে আটক করেছে র্যাব-৮।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত।
গ্রেফতারকৃত লোকমান বেপারী তজুমদ্দিন উপজেলার গোলকপুর ৪নং ওয়ার্ডের মোনাফ বেপারীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা'র তজুমদ্দিন উপজেলায় গত ১৯ ডিসেম্বর ৭ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক বলৎকার করার অভিযোগ উঠে একই এলাকার পার্শ্ববর্তী লোকমান বেপারী বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে লোকমান বেপারী আত্নগোপনে চলে যান। পরে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সোমবার রাত ১২টায় র্যাব-৮ বরিশাল এর একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানার মনিরাম বাজার এলাকা থেকে লোকমান বেপারী কে গ্রেফতার করে।
এদিকে গ্রেফতারকৃত আসামি লোকমান বেপারী কে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর