
১৩ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে বলা হয়েছে, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠছে। রবিবার বিডি২৪ লাইভসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানান, বিষয়টি জানার পরই অভিযুক্ত ফকির মো. জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার তদন্তে দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানা জানান, আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। ওই শিশুকে শারীরিক পরীক্ষা করলেই তার প্রমাণ পাওয়া যাবে।
জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা বাঘুটিয়ার চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা ফকির মো. জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন। বাড়িতে ফিরে গিয়ে স্বজনদের জানানোর পর বিষয়টি জানাজানি হয়।
এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিশুটির বাবা জানান, ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় অভিযুক্ত ফকির মো. জুয়েল রানার শাস্তি দাবি করেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর