
ভোলার চরফ্যাশনে স্বামীর সাথে কথার কাটাকাটির জেরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে চরফ্যাশন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবের আহাম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ নাম নুসরাত জাহান হাফসা (২৩)। তিনি ওই বাড়ির ছালাউদ্দিনের ছেলে নজরুল ইসলাম মামুনের স্ত্রী। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা মৃত ছালাউদ্দীন মেয়ে।
জানা গেছে, নিহত গৃহবধূ নুসরাত জাহান হাফসার পারিবারিক ভাবে ৪ বছর আগে বিয়ে হয়। তার স্বামী মামুন ঢাকায় পূবালী ব্যাংকে জুনিয়ার অফিসার পদে চাকুরি করছেন। তাদের তিন বছর বয়সের তৌসিফ নামে একজন শিশু সন্তান রয়েছে। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইলে পারিবারিক বিষয় নিয়ে কথার কাটাকাটি হয়। গৃহবধূর শশুর ছালাউদ্দিন চরফ্যাশনের গার্মেন্টস ব্যবসায়ী। শশুর ব্যবসায়ীক কাজ শেষে রাত ১১ টার দিকে বাসায় ফিরে দেখেন তাদের বাসার দরজা-জানালা সব বন্ধ। পরে পুত্রবধূকে ডাকতে থাকেন, কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগীয় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন গৃহবধূ নুসরাত জাহান হাফসা তার রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
কথার কাটাকাটির বিষয়টি অস্বীকার করে গৃহবধূর স্বামী নজরুল ইসলাম মামুন জানান, দুই পরিবারের কোনো অভিযোগ নাই। আমার স্ত্রীর মরদেহ তার বাবার ভোলার দৌলতখানের বাড়িতে নিয়ে এসেছি, এখানে জনাজা শেষে দফন করা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর