দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অনশন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার বিকেলে এই কর্মসূচি শুরু হয়।
বিকেল বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আসে শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় বিছানা চাদর বিছিয়ে অনশন শুরু করে তারা।
এর আগে রোববার রাত থেকে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দাবি হলো সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে; যতদিন পর্যন্ত আবাসনের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
জবির বিষয় সমাধানযোগ্য, আন্দোলনের দরকার ছিল না: শিক্ষা উপদেষ্টাজবির বিষয় সমাধানযোগ্য, আন্দোলনের দরকার ছিল না: শিক্ষা উপদেষ্টা
গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়াসহ ৫ দফা দাবিতে সচিবালয় অবরোধ করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্তে কর্মসূচি স্থগিত করে তারা।
রার/সা.এ
সর্বশেষ খবর