গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একটি কারখানার কর্মকর্তাসহ গাড়িচালককে বেধড়ক মারধর করে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গাড়িচালকসহ এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি রবিবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজেন্দ্রপুর চৌরাস্তায় সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ও গাজীপুর মহানগরের মেট্রো সদর থানার সীমান্তবর্তী এলাকায় ঘটে। তবে ঘটনাস্থল দুই থানার সীমান্তবর্তী হওয়ায় মামলা গ্রহণ নিয়ে দুই থানা একে অপরের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
কারখানা সূত্রে জানা যায়, সদর উপজেলার বি.কে বাড়ি অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে টাকা নিয়ে একটি নোহা গাড়ি বের হয়ে যাওয়ার সময় রাজেন্দ্রপুর এলাকায় রাস্তায় ডিবি পুলিশের পরিচয়ে দুটি গাড়ি দিয়ে কারখানার গাড়িটি আটকে দেওয়া হয়। পরে টাকাসহ কারখানার কর্মকর্তা হেলাল উদ্দিন ও গাড়িচালক মজিবর রহমানকে তুলে নেওয়া হয় ছিনতাইকারীদের গাড়িতে।
অস্ত্রের মুখে তাদের জিম্মি করে বেধড়ক মারধর করা হয় এবং ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের বাসন থানাধীন নাওজোর এলাকায় ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলটি দুই থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় মামলা গ্রহণ নিয়ে দ্বিধার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দুই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রো সদর থানার ওসি আরিফুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী ঘটনাস্থল নির্ধারণ করে যে থানার এলাকায় পড়ে সেই থানায় মামলা নেওয়া হবে।
এখন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর