নির্বাচন কমিশন(ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ধারাবাহিকভাবে কমিশন থেকে বলা হচ্ছে। মাননীয় সিইসি ও অন্যান্য কমিশনাররা বলেছেন যে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উইন্ডো দিয়েছেন, আমরা সে ইউন্ডো নিয়ে কাজ করছি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) কারিগরি সহায়তা দেওয়ার বিষয় নিয়ে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে ভোট আয়োজন করার দাবি করছে এ বিষয়ে কমিশনের ভাবনা কি-জানতে চাইলে ইসি সচিব বলেন,এ বিষয়ে মন্তব্য নেই আমার। তবে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে ভোটের আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।
ইসি সচিব বলেন, ইউএনডিপির সহযোগিতাটা হচ্ছে কারিগরি। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণগত সহযোগিতার পাশাপাশি পরস্পর অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা তৈরির বিষয়, যোগাযোগ উন্নয়নের বিষয় থাকবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ ব্যাপারে আমার মতামত দেওয়ার সুযোগ নেই। কারণ, বিষয়গুলো আমি জানি না। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডো দিয়েছেন, সে উইন্ডো নিয়ে আমরা কাজ করছি।
ইউএনডিপির কাছে কি ধরনের সহযোগিতা চেয়েছেন?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে সহযোগিতা চেয়েছি। সে সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। এ জিনিসটা পর্যালোচনা করার জন্য এসেছেন প্রতিনিধিরা।
তিনি বলেন, সি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আরও অংশীজনের সঙ্গে কথা বলে ১০ দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে আবার বৈঠক হবে।
ইসি সচিব বলেন, মূলত সৌজন্য সাক্ষাৎকার। প্রথম বৈঠকে কাজের পরিধি ঠিক করে নেওয়া। পরবর্তীতে আরও যোগাযোগ হবে।…বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের পর জেনারালাইজেশনের জন্য কম্পিউটারের হার্ডওয়অ্যার, স্ক্যানার, প্রিন্টার এর স্বল্পতা আছে। সহায়তা করার জন্য বলা হয়েছে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, ধারাবাহিকভাবে কমিশন থেকে বলা হচ্ছে। মাননীয় সিইসি ও অন্যান্য কমিশনাররা বলেছেন যে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উইন্ডো দিয়েছেন, আমরা সে ইউন্ডো নিয়ে কাজ করছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর