জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এনায়েত কবির আরিফকে হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল হেলপার পদে কর্মরত হাসান তারেকের বিরুদ্ধে৷ হামলায় এনায়েত কবির আরিফ গুরুতর রক্তাক্ত জখম,হাড়ভাঙ্গা সহ মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ৩১ ডিসেম্বর লাঞ্চ বিরতির সময় ভুক্তভোগী এনায়েত কবির আরিফ বিশ্ববিদ্যালয় হতে নিজ বাড়িতে যাওয়ার পথে কবি নজরুল বিশ্ববিদ্যালয় রোডস্থ ২য় গেইট হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিমে পৌঁছালে অভিযুক্ত তারেক দেশীয় ধারালো অস্ত্র ও তার দলবল নিয়ে আরিফের উপর অতর্কিত হামলা করে৷ হামলায় আরিফের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্তসহ জখম ও বাম পায়ের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২ জানুয়ারি তারেককে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করে।
এদিকে তারেকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী সহকারী রেজিস্ট্রার এনায়েত কবির আরিফ। মামলার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত অভিযুক্ত প্রধান আসামি হাসান তারেক।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন , ‘দুই পক্ষ থেকেই পৃথক দুটি মামলা করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমাদের গ্রেফতার অভিযান চলছে।’
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
শাকিল/সাএ
সর্বশেষ খবর