এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এগিয়ে যাক বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও মেলা আজ মঙ্গলবার বিকাল থেকে শুরু হয়েছে। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে ১০দিন ব্যাপী ওই মেলার উদ্বোধন করা হয়েছে ।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, এ্যাড: শাহনুর রহমান শাহীন প্রমুখ।
১০দিন ব্যাপী আয়োজিত ওই মেলায় বিভিন্ন দপ্তরের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা চলাকালে আলোচনা সভা, সেমিনার , ট্যালেন্ট হ্যান্ট, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর