
তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে নেত্রকোনায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার মোক্তারপাড়া এলাকায় পাবলিক হল মিলনায়তনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমদ হারিছ, জেলা বিএনপির যুন্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সজীব সরকার রতন, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি মো. তাহের কাশেমী, নাগরিক ঐক্যের সভাপতি নূরুল ইসলাম মানিক, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান রাফি প্রমুখ।
শেষে যুব প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর